শনিবার ০৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ নভেম্বর ২০২৪ ১৮ : ১৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এএফসিতে চমকপ্রদ পারফরম্যান্সের পর আবার ফোকাসে আইএসএল। আধ ডজন হার ভুলে এবার জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ। এটাই আসল মঞ্চ। এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আটের যোগ্যতাঅর্জন করায় মনোবল তুঙ্গে লাল হলুদ ব্রিগেডের। তারওপর একেবারেই ছন্দে নেই মহমেডান স্পোর্টিং। হারের হ্যাটট্রিকের সম্মুখীন হতে হয়েছে। এটাই সেরা সুযোগ প্রথম জয় তুলে নেওয়ার। তবে ছন্দে না থাকলেও সাদা কালো ব্রিগেডকে যথেষ্ট সমীহ করছেন অস্কার ব্রুজো। বিপক্ষের কয়েকজন প্লেয়ারকে নজরে রেখেছেন ইস্টবেঙ্গল কোচ। মনে করছেন, লড়াইটা সহজ হবে না। অস্কার ব্রুজো বলেন, 'মহমেডান দলে যথেষ্ট ভারসাম্য আছে। ওদের দলে কাসিমভ, ফ্রাঙ্কো, আলেক্সিসের মতো ফুটবলার আছে। দলটা বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দলটাও ব্যালেন্সড। তবে রক্ষণে বিশেষ নজর রাখতে হবে।'
কলকাতায় আসার পর থেকে কুয়াদ্রাতের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। এসেই ডার্বিতে হার। তারপর ওড়িশা ম্যাচেও জয় আসেনি। সমর্থকদের হতাশা কিছুটা কাটে এএফসিতে। ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। এবার সেটাকেই হাতিয়ার করতে চাইছে লাল হলুদ ব্রিগেড। অস্কার বলেন, 'কলকাতায় আসার পর কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বি হেরেছি। ওড়িশা ম্যাচেও জিততে পারিনি। অভিজ্ঞতা ভাল না। এএফসিতে অবশ্য দল ভাল পারফর্ম করেছে। তবে আপাতত সেই পর্ব অতীত। আবার মার্চে এএফসি নিয়ে ভাবব। এবার আইএসএলে জয়ে ফিরতে হবে। ইস্টবেঙ্গলকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। দিমিত্রিয়স ডিয়ামানটাকোস এএফসিতে নিয়মিত গোল পেলেও একেবারেই ছন্দে নেই ক্লেইটন সিলভা। শোনা যাচ্ছে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে এই প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি অস্কার। বরং জানান, ব্রাজিলীয়র খেলায় তিনি খুশি। অস্কার বলেন, 'ক্লেইটন এই সপ্তাহে আরও মনোযোগ দিয়ে অনুশীলন করেছে। আমি ওকে নিয়ে খুশি। আগামীকাল মাঠে নেমে আমাদের প্রমাণ করতে হবে।'
মিনি ডার্বির আগে চোটে জর্জরিত লাল হলুদ শিবির। তালিকায় রয়েছেন হেক্টর ইউস্তে, নিশু কুমার, নন্দকুমার। চোটের জন্য পাওয়া যাবে না প্রথমজনকে। ধীরে ধীরে ফিট হচ্ছেন নিশু। ম্যাচের আগের দিন প্র্যাকটিস করলেন না নন্দ। পায়ে ব্যথা থাকায় কোনও ঝুঁকি নেওয়া হয়নি। অনুশীলনের সময় মাঠে থাকলেও প্র্যাকটিসে নামেননি। দলের ফিজিও এবং ট্রেনারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তবে বেশিরভাগ সময়টাই কাটান ড্রেসিংরুমে। এদিন বাকিদের সঙ্গে অনুশীলন না করলেও প্রথম একাদশে নন্দকুমারের থাকার সম্ভাবনা রয়েছে। মিনি ডার্বিতে নামার আগে দলের স্ট্র্যাটেজির কথা জানালেন ইস্টবেঙ্গলের উইঙ্গার। নন্দকুমার বলেন, ' আমাদের ক্লিনশিট রাখতে হবে। তবেই তিন পয়েন্ট আসার সম্ভাবনা থাকবে।' আগের ম্যাচে লাল কার্ড দেখায় মহমেডানের বিরুদ্ধে নেই প্রভাত লাকরা। শনিবার মিনি ডার্বি থেকেই আইএসএলে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরাতে চান অস্কার।
#Oscar Bruzon#East Bengal#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নিউজিল্যান্ড সিরিজে দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিসিআই, ছ'ঘন্টা ধরে চলল ব্যর্থতার কাটাছেঁড়া...
ম্যাচের আগে দু'বার বন্ধ হল ভারতের জাতীয় সঙ্গীত! হার্দিকরা হতবাক, ক্ষুব্ধ ফ্যানরা...
বিধ্বংসী শতরান সঞ্জুর, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড...
বিধ্বংসী শতরান সঞ্জুর, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড...
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, জানিয়ে দিল বিসিসিআই...
দুঃসময় যেন কাটছেই না এমবাপ্পের, এবার বাদ পড়লেন ফ্রান্সের জাতীয় দল থেকে...
ভারত কী পাকিস্তানে খেলতে যাচ্ছে? পরিষ্কার হয়ে যাবে এই দিনেই...
দেশের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, অথচ দেওয়া হচ্ছে না নেতৃত্ব, প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার ...
ছেড়ে দিয়েছে কেকেআর, রনজিতে ডাবল হান্ড্রেড করে জবাব দিলেন তারকা ব্যাটার ...
রিয়ালে সমস্যার নাম এমবাপে, সাঁ জাঁ ছাড়াটাই ভুল ছিল, মনে করছেন বিরক্ত ফরাসি তারকা ...
লাল হলুদ জার্সি হাতে সবুজ তোতা, ইস্টবেঙ্গলের সংগ্রহশালা দেখে অভিভূত ব্যারেটো...
বিরাট সেটব্যাক, আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বাবর-রিজওয়ানের পেছনে কোহলি...
রঞ্জিতে বাংলার হয়ে অভিষেক জলপাইগুড়ির ঋষভের ...
৫৫ লক্ষ থেকে ১৩ কোটিতে পৌঁছতেই বিলাসবহুল বাংলো কিনলেন কেকেআরের তারকা...
টানা দুই আইপিএলে নেই স্টোকস, জেনে নিন আইপিএলের নিয়ম কী বলছে...